মানুষ আনন্দের পূজারি
    এম,এ,সালাম
     ১৯-১০-২১
====================
মানুষ একটুখানি সুখের লাগি
দেশ বিদেশে ছুটে,
যাহা আছে তার চেয়ে বেশি
পাইলেই সুখ বটে।


হাসি তামাশা আনদে গড়া
সব মানুষের জীবন,
দুঃখ বেদনা মেনে নিতে চায় না
আনন্দে চায় সর্বক্ষণ।


টাকা পয়সায়  কেনা যায় না
মনের সুখ শান্তি,
সদা শরীর মন ভালো থাকলে
মনে আসে প্রশান্তি।


কর্ম ব্যস্ততার মাঝে মানুষ
বিশ্রামে বাড়ি আসে,
সবার মাঝে আনন্দ দেখলে
মনটা সুখে ভাসে।


সুখের সুচক উপরের নজর
না দেয়াই যে ভালো,
তাতেই মিলবে আনন্দ সুখ
মন থাকবে না কালো।


ভাবুন তোমার চেয়ে শত কষ্টে
মানুষ করছে বাস,
আসে পাশে মানুষ না দেখলে
তোমার হবে না বিশ্বাস।


বিদ্রঃ জ্বর ১০০° নিচে নামছে কিন্তু হাটতে পারি না সমস্ত শরীর বিষের টুকরো হয়ে গেছে।