মানুষ হতে পারি নি
    এম,এ,সালাম
     ০৫-০৭-২০


বিবেকের কাছে প্রশ্ন করে
    দেখিলাম বারে বারে,
দাড়িচুল সব পেকে গিয়েছে
   মানুষ হতে পারি নিরে।


অন্যের জন্য মিথ্যা বলিলাম
    বলিলাম নিজের জন্য,
কাহার সম্পাদ লুঠে নিলাম
     কাহার স্বার্থের জন্য।


পথেরই কাঁটা পথেই রহিল
   দেখেছিলে তুমি চোখে,
অন্যের ক্ষতি তোমার দ্বারা
     হতে পারে কোন মতে?


জীবের সাথে প্রেম করা তো
    মানুষের উচিৎ ছিলে,
কেমনে তুমি শ্রেষ্ঠ জীবের
    সর্বনাশ মেনে নিলে।


শ্রেষ্ঠ জীবের কাজগুলো সব
     জ্যোষ্ঠ  হওয়ার কথা,
যদি চতুষ্পদ প্রানী ঘৃণা করে
     মানুষের কাজে যথা।


আজ মানুষের কর্মের উপধি
   হায়! কুকুরের মত হয়,
কেমন করে ওই শ্রেষ্ঠ জীবকে
    ভাল মানুষ বলা যায়।


মানুষ,তোমার  জন্য সৃষ্টিজীব
    অনেক কষ্ট পেয়ে থাকে,
কেমন করে সেই  শ্রেষ্ঠ জীবকে
     ভাল মানুষ বলে থাকে।