মানুষ কত স্বার্থপর?
  এম,এ,সালাম
   ২৪-০৬-২১
™™™™™™™™™™™™™™™™™™™
মানুষ,
আমি বুঝেছি তুমি কতো স্বার্থপর
  ভেবে দেখো কে আপন কে পর?
দুনিয়ায় নিজে, নিজের স্বার্থই বুঝো
  নিজের লোভকে নিয়ে কর পুঁজো।


মানুষ,
তুমি সতত ভাব শুধু নিজের কথা
কখনো ভাবলে না অন্যের মাথাব্যথা,
চোখে দেখো না অন্যের কষ্ট-দুঃখ
তুমি শুধু ব্যস্ত নিয়ে নিজের সুখ।


মানুষ,
নিজের মন নিয়ে করেছো জিজ্ঞাসা?তবে
অপরকে নিয়ে করিতে না তামাশা,
তোমার জীবনে নেমে আসতো হতাশা
করিতে পারিতে না সাহায্যের প্রত্যাশা।


মানুষ,
ভেবে দেখো তুমি আছো কত মহাসুখে?
নিজের কর্মে তুমি পরিবে নানা দুঃখে,
বিপদে কাছে পাবে না সেদিন কাউকে
অন্তর পুড়ে ছাঁই হবে তোমার বুকে।


মানুষ,
শক্তির বলে কাউকে করো না পরোয়া
লাভে লোকসানে দিবে ভুলের মাসোয়ারা,      
একদিন কপাল চাপরাবে করবে আফসোস
কড়ায় গন্ডায় দিবে অন্যকে উৎকোচ।
      
মানুষ,
বিষয় সম্পত্তিতে তুমি অনেক ভালো
কিন্তু ভিতরের মনটা অনেক কালো,
জান,কয়লা ধুইলে যে ময়লা যায় না
অন্যের রূপ নিয়ে কর কেন  টাল-বাহানা?


মানুষ,
ভাব তুমি সমাজে কতো অসামাজিক?
কাহারো কষ্টে করো না সাহায্য আর্থিক,
এতো নিষ্ঠুর অমানবিক হলে কি চলে
তোমার সম্পর্কে অন্যেরা অনেক কিছু বলে।


মানুষ,
তুমি চলো তোমার নিজের খেয়াল মত
তুমি দাওনা অন্যের মতের গুরুত্ব তত,
তুমি পরিমাপ করে দেখো নারীত্ব-পুরুত্ব
কতদিন থাকবে তোমার ক্ষমতার রাজাত্ব।