মানুষ রুপি কুকুরগুলো
       এম,এ,সালাম
        ১৬-০৫-২০


নারীর যৌবন ধর্ষিত হয়
পাগলীর যৌবনও তাই হয়,
নারীর শরীর ভোগ বিলাসী
পাগলীর দোষ কি তাতে হয়?


পথের উপর পাগলিনী যখন
ঘুমে অচেতন হয়ে পড়ে,
নরপশুরা ভাদ্রোর কুকুরের মত
কামরে আছড়ে তারে ধরে।


নারীরা যখন কাম লালসায়
টালে মজে উঠতে পারে,
পাগলীর মনেও কাম লালসা
সতত জাগ্রত হতে পারে।


নারীর যেখানে ইজ্জতের ভয়
কিন্তু পাগলীর নেই ভয়,
সুযোগ পেলে কুকুরগুলো
দেহটারে ভোগ করিয়া খায়।


পাগলীটা আজ মা হয়েছে
কুকুরের লালসার শিকারে
কুকুর তুই কোথায় পালাস?
মানবতাকে সর্বনাস করে।


পাগলীটা আজ জননী হয়েছে
দেখুন বাবা তাহলে কে?
সবার মুখে মুখে প্রশ্ন আজি
বলুন উত্তরটা দিবে কে?


পাগলীর পেটে কাহার সন্তান
এই লজ্জা কিভাবে লুকায়?
নিজেকে আজ পুরুষ ভাবিতে
আজ সত্যিই লজ্জা হয়।