মনের আকাশে কল্পনার তুলিতে-
      ছবি একেঁছিলাম কত?
মুহুর্তের মধ্যে হারিয়ে গেছে,
       মনের আয়নায় দেখেছি শত।


শীতের চাঁদরের মত আবৃত ছিল-
  অনাকাঙ্খীত লুকানো ভালবাসা,
স্মৃতির পাতায় লিখে নিয়েছিলাম,
   মনের যতসব গোপন কথা।


বাঁচার তাগিদে কাজ করে সবাই-
      কিছু না কিছু পাবার আশে,
না পাওয়ার বেদনায় স্মৃতিগুলো
     অধিক শোকে কত্ত হাসে।


মনের সব পরিতাক্ত ব্যাথা ছিল-
   অপরাহ্নে নিরিবিলি বলেছিলাম,
  সেই বানী টুকু মুছে দিলে কেমনে,
  অপরের অপ্রতিকর কান কথায়।


সম্মান,পদমর্যাদারি উচ্চ আসিনে-
   অধিষ্ঠিত হয়েছিলে কাদের দ্বারা,
অবজ্ঞার কথা বুঝিবে একদিন,
  যে দিন হয়ে যাবে একেবারে সারা।


লোভের বশিভুত হয়ে স্মৃতি ভুলে গেলে-
   নিজের কাছে প্রশ্ন করিয়ে দেখ,
কত যে ভালবেসে ছিল সকলে,
   স্মৃতির পাতা উলটিয়ে দেখ।


নিঃশ্চিহ্ন হবে মানুষ অবজ্ঞার কারনে-
কোন সময় স্মরনে কর যদি ভুল,
এ কুল হারিয়ে ও কুল ও পাবেনা,
দিয়ে যাবে শুধুই ভুলের মাশুল।