মানুষের ভীরে অমানুষ
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
২২-০৪-২২
🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎
মানুষ হয়ে মানুষ আজ
মানুষকেই কামড়ায়,
সৎ মানুষের ভালাই নেই
কিছু মানুষের চামড়ায়।


মানুষ হয়ে আজ মানুষকে
খাঁটি মানুষ হতে হয় যে,
এই মানুষকে দেখে কেন?
মানুষ পায় ভয় যে।


মনুষ্যত্বগুন যার মধ্যে নাই
তাকে মানুষ বলা যায় কি?
বিবেকবান মানুষেরা আজ
আসল নকল খায় কি?


ভাল মানুষ কি কোনদিন
মানুষকে করে ঘৃণা?
মানুষ কি বলা যায় তারে
ওই মানবতা বিনা।


মানুষের রূপ শরীর দেখে
মানুষ কি বলা যায়?
মানুষ হয়ে কি মানুষের,
বিপরীতে চলা যায়।


সব মানুষতো ,মানুষ নই,
আছে নরপশু কিছু,
লোভে পরে মানুষেরা কেন?
ছোটে অমানুষের পিছু।


মানুষতো সামাজিক জীব
থাকা উচিত মানুষত্ব,
মানুষ কেন বিকিয়ে দেয়
অচরিত্র নামের পশুত্ব।