মাটির বুকে ঘুমিয়ে আছে
      এম এ সালাম
       ০৯-০৩-২০


যে মাটির বুকে ঘুমিয়ে আছে-
    স্বাধীনচেতা মানুষেরা,
সেই মাটিতেই মাথা ঠেকায়
     সুফলভোগী প্রজন্মরা।


স্বাধীনতার বীজ বুনেছিল-
     বায়ান্নোর ভাষা আন্দোলনে,
বাঙালীরা কত যে ত্যাগী
     তাহা  বিশ্ববাসী জানে।


রক্ত দিয়ে মায়ের ভাষাকে-
     সেদিন কেড়ে এনেছিল যারা,
এই মাটিতে মাথা উচু করে
    স্ব-সম্মানে ঘুমিয়ে আছে তারা।


সেই বীজেরই ফসলের ধারা-
    একাত্তরের স্বাধীনতা দিবস,
পঁচিশে মার্চের কালোরাতের
    ত্রিশলক্ষ বীজের অধম্য সাহস।


আজ সেই ত্যাগী মানুষগুলো -
    ঘুমিয়ে আছে বাংলার বুকে,
তাদের তাজা রক্তের বিনিময়ে
    আজও আছি আমরা মহাসুখে।


পবিত্র মাটিতে ঘুমিয়ে আছে-
    দেশ সেরা পবিত্র মানুষগুলি,
তাদের সেই অধম্য সাহসীকতা
     আমরা কেমন করে ভুলি।


রক্ত দিয়ে স্বাধীন করে যারা-
      চলে গেলেন পরপাড়ে,
সেই মাটিতে হাজার সালাম
     বীর বাঙালীর পবিত্র চরণে।