মায়ের হাতের মাইর
    এম এ সালাম
      ০৮-০৫-১৯


পড়ার টেবিলে বসতে বলেছে-
      ক্লাসের বই পড়ার জন্য,
মায়ের চোখেকে  ফাকি দিয়েই
    ছুটছি দুষ্টমি করার জন্য।


পড়ার টেবিলে না দেখে মায়-
    রেগেছে আগুন বরাবর,
সামনে পেলে লাঠি দিয়ে মায়
    পিটিয়ে শাসিয়েছে বারবার।


খেতে বসলে না খেলেই মায়-
    কত আদর করে খাওয়াইছে?
খাওয়ার সময় দুষ্টমি করিলে
    কান ধরে কত ঘুরাইছে।


পুকুরে নেমে দুষ্টমি করিতাম-
    মোডেই উঠতে চাইতাম না,
ডিলা মেরে উঠাইতো মোদের
    পাইলে মারে মাফ করিত না।


ক্লাসে যদি যেতে না চাইতাম-
    তাড়াইতো টুনির লাঠি দিয়ে,
মেয়েদের সাথে গল্প করিলে
    বলিত করবিনি ওকে বিয়ে।


পিঠে ভাজিত সকালে যখন-
    বলিতাম ডিম ভেজে দাও,
হাতে থাকা বেলোইন দিয়ে
     তখন লড়ান দিতো মায়।


সকাল বেলা ঘুম থেকে উঠাতো-
    এক জগ পানির  নিয়ে,
দুই বারের বেশী ডাক দিতে হলে
     দিত পানি দিয়ে গা ভিজিয়ে।