মেয়ের সুখের ভার
   এম,এ,সালাম
    ২২-০১-২১
----------------------
পণ প্রথা আজ কুসংস্কার
দেশটা  খাচ্ছে গিলে,
পণের দায়ে কনের পিতা
মরছে  তিলে  তিলে।


শিক্ষায় যারা উচ্চ ডিগ্রিধারী
পণের রোগটা তাদের মধ্য,
যৌতুকের টাকা আদায় করতে
চলে স্বামী স্ত্রীর সাথে যুদ্ধ।


সম্মানের চাকরির ভাল পাত্র
চায় মেয়ের বহু বাবা,
আজ সুযোগ নিয়ে বরের পিতা
বসায়   বড়ো  থাবা।


বিষয় সম্পত্তি সব  বিক্রি দিয়ে
চাহিদার মাল ক্রয় করে,
সর্বস্ব  হারায় কন্যাদায় পিতা
শুধু মেয়ের সুখের তরে।


চিকিৎসাতে সারে না রোগ
বাড়ছে হুহু করে ভবে,
কন্যার দায়ে মরবে মা-বাবা
এর প্রতিকার নেই তবে।


কন্যার জন্ম পিতামাতার কাছে
অনেক দায় গ্রহ হচ্ছে,
তাই বলেই নাকি মেয়ের বাবা
চড়ামূল্যে  পণ দিচ্ছে।