বিধাতার দেয়া জ্ঞানটুকু বিলিয়ে দিতে চাই-
কিন্তু কোথায় দিব কাকে দিব ভাবছি?
সব পবিত্র পাত্র, কালি লেপে অপবিত্র হয়েছে
হাওয়ায় ভাসছে বিধাতার দেয়া মেধার স্ফুরণ।


দর্শিলাম পূর্বদিগন্তে সূর্যের আলো কিরণ দিচ্ছে-
যদি সুজন বলে, মেঘে ঢেকেছে সারা সূর্য,
চেয়ে দেখি অবজ্ঞাভরে নিজের স্বার্থ বিলাচ্ছে
গভীর শোকের আর্তনাদে সারা দেহ মন।


গ্লাস ভর্তি ময়লা পানিকে বিশুদ্ধ ভেবে যদি কেহ-
দিনের পর দিন পান করে যায়, তবে
কি বলার আছে মেধা বিকাশের পথে?
ভাবিয়ে তুলে জ্ঞানীকে, কেন শিক্ষা করিলাম।


মেধার বিকাশ যদি আস্থাহীনের আবারণে-
তলিয়ে যেতে থাকে দিনের পর দিন,
একদিন দেখা যাবে মেধা অন্ধকারে নিমজ্জিত
মাথা উচু করে দাড়াবার সুযোগ থেকে বঞ্চিত।