শরতের রাতে অঁজিঞ্চুর পানে-
   তাকাতেই দেখি  চাঁদ,
লুকিয়ে আছে মেঘের আড়ালে
   সূর্যের আলোতে  রাতের তাজ।


পা বাড়াতে সাথে চলে সে-
     রাতের দোষর হয়ে,
ভরা পূর্ণিমার পূর্ণ চাঁদ টা
     আস্তে আস্তে যায় ক্ষয়ে।


মেঘের আড়ালে তারকারাশি-
    ঢেউয়ে লুকোচুরি খেলে,
সুবিন্যস্ত কক্ষপথের চাঁদমামা
    ধরায় কি জানি,করে ফলো।


চাদের মধ্য চাদের বুড়ি-
    করে যে ঘোরাঘুরি,
মড়া পেতে করছে খেলা
    আঙিনায় কিশোর কিশোরী।


চাদের রঙে রাঙিয়ে উঠে-
    রাতের স্বর জমিন,
আড়াল থেকে উকি দিয়ে চাঁদ
    আমি নই যে কুমিন।