মেঘের দেশে যাবো (১৯৮৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-১২-২০২২
***************************


মেঘ বালিকা উদাস মনে কোথায় যাচ্ছো ভাই?
আমি যে এক  তোমার পাগল সঙ্গে নিবে তাই।


প্রেম বিরহে কাঁদছে মন আমার দু'চোখে বেয়ে
একা ফেলে ভেসে বেড়াও  দুর আকাশে গিয়ে।


মেঘ বালিকা যেথায় যাবে আমি সাথে যেতে চাই
নীল আকাশে ছায়ার মাঝে ঐ মুখটা দেখতে পাই।


তুমি ঝড় হয়েই  ছুটে আসো ভাঙতে আমার ঘর
আমি আপন হয়ে থাকতে চাই  ভেবো না যে পর।


কখনো তুমি বহো অতিবৃষ্টি রুপে আবার বজ্রঝড়
তোমার উপর কোন বিশ্বাস নেই জনম জনম ভর।


আমার মেঘ বালিকা বন্ধু হবে প্রতিজ্ঞা তুমি করলে
কেন যে তোমার চেহারাটা এক সঙ্গে বহুরূপী ধরলে?


তুমি কেন সূর্যটাকে আড়াল করে আঁধার হয়ে আসো?
এত কষ্ট দুঃখ দেয়ার জন্য সতত আমায় ভালোবাসো।


তুমি মানুষের বন্ধু হবে বলে ভেসে বেড়াও নীলাকাশে
তুমি অনেক ক্ষতি করে চলছো কি সুখ পাবার আশে?