মেঘের কোলে রোদ হেসেছে
      এম এ সালাম
        ২৬-০১-২০


নীল আকাশটা মিশে গেছে-
    সাদা মেঘের ভেলায়,
নীল সবুজে রঙ মেখেছে
    সবুজ গাঁয়ের মেলায়।


দিনের আলো মিশে গেছে-
    পেঁজা তুলার মেঘে,
দমকা হাওয়ায় মেঘ বালিকা
    উড়ে নীল আকাশে।


সবুজ গাঁয়ের মেঠো পথে-
   হাবা মেয়ের কেশে,
গায়ের গন্ধ ভেসে বেড়ায়
   উত্তরের হাওয়া মিশে।


রাম ধনুতে রঙ ছড়াবে-
  শেষ বিকেলের আলোয়,
গায়ে মেখে বৃষ্টির কনা
    সাজবে ভালোয় ভালো।


গাঁয়ের সাথে মেঘের নাকি-
   রোদের মিলন মেলা,
মিতালীর রঙ ছড়িয়ে দিব
    এই তো বিধির খেলা।


দূর নীলিমায় আকাশ পানে-
    দৃষ্টি ফিরাই যখন,
রঙ ধনুর সাত রঙতে
   গাঁ করে নতুন ধারণ।


ফাগুন এলে  ঈশান কোণে-
    দৃষ্টি দিবে  যখন,
গাঁয়ের কোলে মেঘ মিতালী
    প্রকাশ পাবে তখন।


ওই দৃষ্টি নন্দন অক্ষি দিয়ে-
   দেখ সবুজ গাঁয়ের কোলে,
মন কাড়া সব হাসিমাখা মুখ
    মেঘ রোদে হেসে খেলে।