মেঘের মাঝে জ্যোৎস্না
      এম, এ, সালাম
       ০৬-০২-২০


অবোর মাঝে জ্যোৎস্নাটা আজ-
    বেশ করছে লুকোচুরি,
পেঁজা পেঁজা সাদা  নীরদপুঞ্জ
    অম্বরে করছে ঘোরাঘুরি।


খোকনকে আজ  ছড়া শুনাবে -
     যাবে রজনীকান্তের দেশে,
মেঘ বালিকা সকাল থেকেই
     ঘুরছে পাগল বেশে।


খোকন  সারাদিন আশায় ছিল-
     দেখবে চাঁদের হাসি,
হাঁড়িয়ামেঘ  আজ সন্ধা বেলায়
      দিচ্ছে খুলখুলিয়ে কাশি।


খোকন সোনার মনের আকাশে-
     ছেয়ে গেল কালোমেঘে,
একটু পরেই দমকা হাওয়া
     আসছে ঝড়ো বেগে।


রাত্রী নামে  বাদল যে থামে-
    অখিল ভরা তাঁরা,
মেঘের মাঝে জ্যোৎস্নাটা আজ
     করছে ঘোরা ফেরা।


জ্যোৎস্না দেখে মনের আকাশে-
    আজ বাবুর হাসি ফুটে,
ছড়া শুনার ভাগ্যটা কেন যেন
     একটু হলেও জুটে।