খুব বেশী প্রয়োজন ছিল বলে-
   কয়েক ফোটা বৃষ্টি চেয়েছি,
তুমি যদি বিলিয়ে দেও
  কখনো বৈমুখ করিবে না জানি।


কতদিন ধরে আবেগ ভরা মনে-
    এক ধ্যানে তাকিয়েছিলাম,
ক্ষুদ্র বলে ভুলে গেলে তুমি
  কতকাল অপেক্ষার প্রহর গুনতে হবে।


তুমি শুধু দক্ষিন হতে উত্তরে-
ঝাপ্সা আঁচলে ঘুরছো আর ঘুরছো,
আঁখিবন্ধে ছুটে চলছো তুমি
   অশ্রুফুড়িয়ে যাচ্ছে চেয়ে চেয়ে।


কত সবুজ শ্যামল প্রান্তরে-
    যেখানে কতশত চাতক-চাতকী
প্রেম নিবেদনে ব্যস্ততায় মত্ত থাকে
  এমনি লিলাখেলা ভুলে গেলে তুমি।-


আমার ইচ্ছেটা যখন তখন-
    অনায়াসে দিয়ে দিলেই পার,
এ নিয়ে এত্ত ছল চাতুরী করছো কেন?
    ভরসা শুধু একটা তোর ইচ্ছেটা।


আর কত তুমি কাঁদাবে বল?-
   তোমার প্রয়োজন টা মিটিয়ে নেও,
আমি না হয় একবুক কষ্টে নিয়ে
    মনের সমীকরণটা মিলিয়ে নিব।