ভালোবাসার ফুলধানীতে সাজাই ডালাখানি-
তাজা গোলাপে স্বাগত জানিয়ে, বরণ করবে জানি।


শত চেষ্টা করলেও তোমরা আমায় পাবে না-
ঈষান কোনে মেঘ জন্মিলে , পাইবে আমার দেখা।


কালো মেঘে ভেসে বেড়াই নদীর ঢেউয়ের মত-
সূর্যিমামা উষ্ণ হলে, বৃষ্টি ঝড়াই কত?


কপালেতে চন্দ্রবিন্দু, সাতরঙ ধারন করি-
যত্নকরে কাজল আঁকি,পরি নীলাম্বরী।


আমি হচ্ছি মেঘমালা,স্নিগ্ধ শীতল কায়া,
আমার প্রেমে মুগ্ধ আকাশ, বদন জুড়ে ছায়া।


ঠোঁটের কোনে গোলাপ কুঁড়ি  সতত আনাগোনা-
আঁচল পেড়ে বিজলী মেয়ে,গতিতে নেই মানা।


খারাঝিল্লি মারে মেঘে, আঁচল নেড়ে নেড়ে-
ধমকা হাওয়ায় ছুটে চলি,বৃষ্টি ঝড় ঝড়িয়ে।


বিশ্ব জুড়ে ছেয়ে দেখে মেঘ মালার
ভালবাসা-
মিটিয়ে দাও প্রতিক্ষীত কৃষকের মনের আশা।