মেয়েদের জীবন (১৯৪৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩১-১০-২০২২
==================
জন্ম থেকে মায়ের আদরে
বড় করলো যারা,
অন্নের প্লেট সামনে দিয়েই
ঋণ শোধরাবে তারা।


সৃষ্টি কর্তার বৃহত্তম  ঈঙ্গিত
আপন নয় যে উনারা,
শ্বশুর বাড়ি পরম আত্মীয়
তবুও দূরে থাকে তারা।


কন্যারা তার বাবার কাছে
কতই না করে বায়না,
বাবা মার মত আপন কেহ
এই ভুবনে কেউ হয় না।


বৃদ্ধ বয়সে বাবাদের খবর
সময় হয় না সন্তানের,
মেয়েরা হয় স্বার্থ পরায়ণ
ভুল লালন পালনের।


বাবার বাড়ি থেকে যেদিন
বিদায় দেয় মেয়েকে,
শ্বশুর বাড়িতে মেয়ের চিন্তা
নিজের বাড়িটাকে।


স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারি
এই ছোট্ট জীবনটাতে,
চিন্তা চেতনা ভুল ছিল তার
তার সম্পুর্ন ধারণা তে।


স্বামীর বাড়িতে এসে ও তার
হলনা স্বস্তির স্বাধীনতা,
সারা জীবন কাটে যে তার
কষ্টে চরম পরাধীনতা।
°°°°°______°°°°°°°°°°°°°