মিয়াভাইর দাবার চাল
     এম এ সালাম
         ০৩-১১-১৯


দাবার চাল দিচ্ছে মিয়া ভাই-
    সুক্ষ্ম বুদ্ধির দ্বারা,
চালের ব্যালে পরছে যারা
    সে হইছে ঘর ছাড়া।


ঘোড়ার চাল আড়াই লাফে-
    হাতির চাল কোণে,
মিয়া ভাই চাল সব দিকেতে
    সে নৌকার চাল গোনে।


গত বছর যাকে বুদ্ধি দিয়েছে-
    তার কাঁধে ভিক্ষার ঝুঁলি,
এ বছর যাকে বুদ্ধি দিতে চায়
    তার মগজ যাবে খুলি।


অনলাইনে সে গুটি চালে-
    যাতে মিডিয়ায় ঝড় উঠে,
হাতি মারতে পহলান পাঠায়
     বাঘ-হাতি মারে এক সুটে।


মিয়া ভাই যে ঝিলেট বেলেট-
     তার দুই দিকেই কাটে,
তার বুদ্ধিতে লাং বাতারে
     গোসল করে এক ঘাটে।


খাঁটি সুরেষ তৈল দিতে পারলে-
     মিয়া ভাই মহাখুশী,
প্রতিযোগীতায় তেল মারিলে
     হয় যে সে রাজি খুশী।