মিশছে অসীম নীলে
এম,এ,সালাম ( সুর ও  ছন্দের কবি)
০৪-০৫-২০২২
🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊
অসীম নীল আকাশে
খুঁজে ফিরি তাকে,
যাকে নিয়ে এত আশা
বেধেছি  এই বুকে।


ছুঁইতে গিয়ে হয়না ছোঁয়া
কে যেন দেয় বাঁধা,
ছুঁয়ে বলার কথা গুলো
হৃদয় থেকে কাঁদা।


মনে মনে কাছে থাকা
চোখে ছবি আঁকা,
স্বপ্নে বসেছি পাশাপাশি
জেগেই মন বাঁকা।


হায়-হুতাশে ভরেছে মন
উষার আলো মিছে,
স্বপ্নেরা সব করছে খেলা
সকাল বেলা বিঁষে।


নীল অম্বরে তাঁরার মেলা
করছে রাতে খেলা,
সূর্যিমামা জাগার আগেই
কোন বাগেতে পালা।