মিছে স্বপ্ন
    এম সালাম
         ২১-১১-১৯


মিছে স্বপ্ন দেখলাম কত?
    কিছু পাবার আশে,
হঠাৎ প্রলয়কারী ঘূর্নীঝড়ে
     নিয়ে গেল সব ভেসে।


মিছে আশা মিছে বাসা-
    মিছে আমার জীবন,
মিছে ভালবাসার পিছে
     আমার জীবন মরণ।


কিছু একটা পাবার আশে -
    ছুটছি ভুলের পিছে,
কতকাল যে আশায় ছিলাম
    জীবন ষোল আনাই মিছে।


আমার মিছে মিছি পথ চলা-
    মিছে আশায় কিছু বলি,
কান নিয়েছে চিলে বলে
     কোন আশ্বাশে মিছে চলি?


মিছের মাঝে কত্ত রয়-
আবার মিছের মধ্যেই ক্ষয়,
ফিরে আসি মিছের ভয়
মিছের মাঝেই হবে জয়।


মিছে আনন্দ ঘুরে বেড়াই-
   উল্লাস কাটাই দিন,
মিছে ফূর্তি আমার জীবন
    ক্ষয় করলো দিন দিন।