মিষ্টি রোদের হাসি
    এম এ সালাম
       ১৫-১২-১৯


শীতের রোদে বসেছিলাম-
   গাছের রোদের ফাঁকে,
বিকেলের রোদ পড়েছিল
   পুকুর পাড়ের বাঁকে।


ঠান্ডা হাওয়া নেই কোথাও-
    মিষ্টি রোদের হাসি,
গোসল শেষে ঠান্ডা লাগায়
    রোদকে ভালবাসি।


ঘুমো ঘুমো ভাব জেগেছে-
   গায়ে রোদ লেগে,
গরম হয়ে শীতার্ত শরীর
    শীত গিয়েছে ভেগে।


ঠান্ডা লাগে মাথে আমার-
    খুসকি পড়া চুলে,
মুড়িয়ে মাথার চুল ফেলেছি
    শীতের কথা ভুলে।