মিত্যা নয় সত্য বলছি(১৯৫৯)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-১১-২০২২
========================
যে আমারে স্থান দেয় হৃদ মাঝারে
তার মনেতে ঘর বাঁধি খুবই আদরে,
ছোট ছোট রেণু কণায় যে পূর্ণতা দেয়
জড়িয়ে রাখি তাকে  মনের চাদরে।


যে চোখে চোখ রেখে মিথ্যা বলে
তার দোষ আড়াল করি ছলেবলে,
সত্যই আমার ভুষন ধর্মই আসল
ক্ষতি করিতে পারে না কৌশলে।


চোখে চোখ রেখে বহু মিথ্যা বলে
সব মেনে নেই মনের  অজান্তে,
সত্য আমার অলঙ্কার ধর্ম আমার
বিরহের ব্যর্থতা শুধু যে মনান্তে।


দুঃখ আসে ওই কষ্টের পথ ধরে যে
তখক অস্তিত্ব টিকানো হয় যে দায়,
কখনো পথভ্রমেও বিচলিত হই না
গোপনে গোপনে খুঁজি মুক্তির উপয়।


আমি সদাই সত্য পথের গান গাই
সত্য আমার জীবনের পরম আনন্দ,
আঘাত সহ্য করে গড়ি সত্যের ভিত
আমি সর্বত্র খুঁজে বেড়াই সত্য রাই।


জীননের উপর যদি ঝড় আসে বেশী
সেই কারণে মন-প্রাণ নয় যে উদাসী,
ভাংগে মন গড়ে ছাতি অপূর্ণ নয় অস্তি
বিশ্বাস আমার সত্য পথেই মহাশক্তি।