মিথ্যার বিচার (১৯৪৩)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৯-১০-২০২২
====================
ধরায় সব খানেতে মিথ্যাবাদী
মিথ্যার জয়  জয়কার,
স্বাক্ষীতে সৎ ব্যক্তি অপরাধী
জেলে জীবন ছারখার।


ন্যায় নীতি আজ ঘুমোভাপন্ন
তোষামোদের জয় জয়,
অক্ষির সামনে মিথ্যা স্বাক্ষীতে
সত্য স্বাক্ষীর অবক্ষয়।


চতুর্দিকে চাটুকার আর অনাচার
উপছে পরছে পাপাচার,
অপরাধীর পক্ষে রায়ের ক্ষমতা
দেশে হয় আজব বিচার।


আর কত পাপাচারে অবিচারে?
ভরবে এ সুন্দর ভূবন,
একদিন রাত্রে ভাঙ্গবে সুখনিদ্রা
দেখো প্রভু  নিরাঞ্জন।


মহান প্রভু তুমি যে মহা শক্তিধর
এ কথা শুনি মানি মনে,
আজ কত নিরাপরাধ কষ্টে মরে?
দেখবে কোণ সন্ধিক্ষণে?
---------------*--------------------------