মিথ্যার গুন গাই না
  এম,এ, সালাম
    ২২-১০-২০


সারাটা জীবন লিখে যাব
     আমার কলম দিয়ে,
সত্যর বানি  লিখেই যাব
     যাবো না বিগড়িয়ে।


মানবে না আজ কোন বাঁধা
   তবু সত্য বেরুবে কলমে,
উঠবে তরঙ্গ জটলা বেধে
    ফিরবে না কোন মলমে।


জানি, আমার চলার পথ
  যদি কাটায় পূর্ন হয়,
যুদ্ধ ক্ষেত্রে এ জীবন দিয়ে
     করবো সত্য জয়।


জীবন যুদ্ধ বড়ই কঠিন
    ননীর পুতুলের  নয়,
ধৈর্য ধরে,সাহসের সহিত
      কলম এগুতে  হয়।


বিধির  দেয়া বিবেক টুকু
    তৈলে বিকাতে চাই না,
নিজের খেয়ে নিজের পড়ে
   মিথ্যার গুন  গাই না।