চাই না জনাব মিথ্যা  প্রলোভন-
     অহেতুক না দেয়াই ভাল,
সুকৌশলে স্বার্থ রক্ষে প্রলোভন
     খালি খালি না করাই ভাল।


মধুর মধুর কথা বলে বন্ধুবর-
      না দিয়েই, চাও মন জয়,
সাধারণ জনগনকে ধোকা দিয়ে
    দাও মনের আসল পরিচাও।


পানি দিয়ে ভাই দধি পাতানো-
     না করাই অনেক ভাল,
কথা দিয়ে বন্ধু কথা না রাখিল
    তোমার হবে যে অমমঙ্গল।


মঞ্চে বসে অনেক দিয়ে যাও -
   পড়ে দেখি বস্তা খালি,
গরুর কাবাব খাওয়াবে বলে
   খাওয়াও শুধু লাউ-জালী।
    
ধোঁকা দিয়ে ভাই বোকা বানাও-
     অভিনয় কর মঞ্চে বসে,
সাহেব হয়েই তুমি সেবার বদলে
     খাও রক্ত মাংস চুষে।