মোবাইল গেইম (১৯৮৬)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
১৩-১২-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ছাত্ররা কেউবা খেলে ফ্রি-ফায়ার
কেউবা খেলে পাবজি,
দুই হাতে সমান তালে খেলে চলে
ব্যাথা করে নাকি কবজি।


এসব খেলায় কোন ব্যয়াম হয় না
উপকার নেই আছে ক্ষতি,
এ গেইম থেকে দূরে থাকা চাই
জাগুক ওদের  মনে শুভমতি।


এ খেলার পিছনে অনেকে আবার
টাকা, জীবনমান করে নষ্ট,
হেলায় অববেলায় সময় চলে যায়
অভিবাবকের হবে পরে কষ্ট।


এ খেলায় যারা অভ্যস্ত হয়ে পরেছে
তাদের খেয়াল থাকে গেমে,
সামান্য কথায় রেগে ফেটে যায় ওরা
তখন মাথাটা যায় যে ঘেমে।


সব সময় মুখে করে পডর পডর
বলে এই ওই  ছুটে চলছে,
পারলে ওদের আটকাইয়া দে
শুধু মুখে মুখে ওরা বলছে।


পারলে উপকারী খেলা খেলে তুমি
গড়ো নিজের ভাল জীবন,
সারা বিশ্ব তোমায় বাসবে ভালো
তোমায় মননে করবে স্মরণ।