মধ্যবিত্তের মান (১৯৭০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-১১-২০২২
*******************
এই যুগের সাথে আড়ি দিয়ে
পারছে না মন যার,
এখন চারিদিকে হৈ হুল্লোড়ে
শুধু সন্ত্রাসী কারবার।


যাদের ভুরিভুরি বেশী আছে
আরো বহু বহু চাই,
যাদের উচ্চবিত্ত বলে সমাজে
তাদের কষ্টের সীমানাই।


উচ্চ-মধ্যবিত্ত আছে কতক
তাহাও হাতে গোনা,
জৈ ঝামেলার বহুত তাদের
ভাগ্যের নেই সীমানা।


মন খারাপে দিন কেটে যায়
কত নিশী মাস বছর?
ঈদুল ফিতরে সিন্নি সেমাই খায়
চাঁদ দেখার নেই পসর।


চাপার জোরে বিদেশ যাইবে
ফিরবে মার্কেট করে,
অতিরিক্র সব বায়না টায়না
মিটিয়ে দিবে যে পরে।


মজুদদার আর রাহীর কাল
নিম্ন মধ্যবিত্তের ঘরে,
এই পরিকল্পনা করে যাহারা
ভিক্ষা করবে না পরে।