মধ্যবিত্তের জীবন লিলা
    এম,এ,সালাম
      ২০-০৬-২১
™™™™™™™™™™™™™™
মধ্যবিত্তের স্বপ্নেরা সব
চিত্তে আনাগোনা দেয়,
পূরণ করার চেষ্টা করেও
বাস্তবে তার পরাজয়।


উপরের সিঁড়ি কণ্টকময়
বন্ধুর তার নিচের  সিঁড়ি,
জীবন গাড়ি আস্তে চলমান
নেই যে তার কমা দাড়ি।


পরিবেশের সাথে খাপ খেয়ে
ভবিতে চলা বড়ই কষ্ট,
পরিস্থিতির সাথে যুদ্ধ করে
জীবন হয় তার অতিষ্ঠ।


অন্তরের ভিতর জমাট কষ্ট
মুখে ফুটে কৃত্রিম হাসি,
কাহারো কাছে বলা যায় না
সাজানো  সুখে ভাসি।


ওদের দুঃখ কষ্টের খতিয়ান
খুঁজে পাওয়া সহজ নয়,
অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেও
নির্নয় করা সহজ নয়।


চাইচাপা আগুন যেমন করে
আস্তে আস্তে জ্বলে,
মধ্যবিত্তের দুঃখ কষ্ট তেমন
পিষছে হৃদয় তলে।