মোগো দুদুর মাইয়া
     এম এ সালাম
       ০৪-০৮-১৯
বরগুনার আঞ্চলিক ভাষায়
------+------+-------+-------+------


খায়গো বাড়ির জোছনা বেগম -
     কেলাশ এইটে পড়ে,
আডে পোতে মোবাইল কানে
     প্রেম পিরিতি করে।


মাইয়ার স্বভাব নরম তইব্বত-
     হগলে, তারে ভাল কয়,
হোনতে পাইলাম এই মাইয়াডার
   হগলেই বদনাম কয়।
  
নিচমুই চাইয়া আইট্টা যায়-
    এদিগ ওদিক চায়না,
লজ্জা লজ্জা ভাব মাইয়ার
     বেশী কতা কয় না।


এইটে  পড়ে বয়স পনের-
    হগলে কয় বয়স অইছে বেশী,
মাইয়ার চাইল চলন দেখলে
     ছ্যামরারা দেয় মুচকি হাসি।


চৌদ্দ পোনরোর ছেমরিডারে-
     সবাই পছন্দ করে,
যে দ্যাহে ওই দুদুর মাইয়াডারে
     বিয়ার প্রস্তাব করে।


ভুইন মোগো দুদুর মাইয়া -
     কী আর কমু ন্যাবাই,
ফাক পাইলে ব্যান বিয়ালে
      মিছকল মারে সবাই।


লেহাইজ্জা যে বুড়া মানুষ-
     আটতে পারে না প্রায়,
ভুইন্ডারে মোর দেইক্কা ন্যাবাই
     ফিইররা ফিইররা চায়।


হাল হগিগাত হোনলে মুই-
    কওছেন দেহি কি হরি,
মনে চায় কলস বাইন্দা
     দুঃক্ষে,গাঙে ডুইব্বা মরি।


আইজ্জা কয় হোনেন ন্যাবাই-
   যদি এরপর মিছকল মারে,
বিচার দিমু খায় গো বাড়ীর
    ওই মোস্তফা খার বরাবরে।


ফাকে জোকে পেম করলে-
    কেউ দ্যাকপে নানে,
রোজ বিয়ালে ভাগে বইয়া
     ছ্যামরারা কথা কইবে আনে।


চাচায় কইচে মোর বুইনডারে-
   ভাল পোলা দেইক্কা পেম কর,
যারে তুই এ্যাকছের ভাল পাও
     তারে লইয়া বানবি সুখের ঘর।


০৩/০৬/২০১৯
নিজ বাস ভবন।