মহাবিপদ সংকেত
    এম এ সালাম
     ০৯-১১-১৯


মাথার উপর ঘুরতে আছে-
    বিপদের শোরগোল,
এই সুযোগে দোলনায় বসে
    কেহ খাচ্ছে দোল।


ঈশান কোনের লাল বাঁতিটা-
    জ্বলছে হলুদ হয়ে,
মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে
     অর্তকিত ঝড় বয়ে।


কে আছো গো এই বিপদে?
      দেখা দেও আসিয়া,
মহা বিপদকালে বন্ধু বিনে
       হতাশ রহিয়া রহিয়া।


দশ নম্বর মহাবিপদ সংকেত-
     আমায় হানা দিবে,
সুযোগ বুঝে দুধের মাছি?
      কাছে আসবে এগিয়ে।


বিপদকালে বন্ধু চিনা যায়-
    কে আসল কে নকল?
বিপদ চলে যায় গো যদি
    কাছে হায় হায় করে সকল।