গঙ্গা যেথায় ওই অর্ণবের বুকে-
  আলিঙ্গনের নেশায় মেতে উঠে,
অথৈ অম্ভুধি  কি ভীষন মমতায়
  ভিতরে আপন করে নেয় সঙ্গীরে।


প্রণয়ের দূষ্টমিতে দু'জন দুজনাতে-
    মিলেমিশে একাকার হয়েই,
জলধির তরঙ্গে পাল তুলিয়া
    মাতঙ্গী ঢেউয়ের তালে তালে।


নয়নের সীমানা ছাড়িয়ে যায়-
    হারিয়ে যাই দূর অজানায়,
আমাতে আমি কেন হারিয়ে যাই?
   কোথাও লুকোচুরির ছলনায়।


প্রেম ভাললাগার শিহরণ জাগে-
    চৌমোহনায় দাঁড়িয়ে দেখেছি,
সুখের পরশে আল্পুত বদনে
   অপলক নেত্রে তাকিয়ে দেখছি।


ওগো তুমি সাগর হতে যদি-
    আর আমি হতাম ভাবনার নদী,
সেই মোহনায় দাঁড়িয়ে থেকে
দু'জন দুজনায় দেখিতাম নিরবধি।