মন বুঝেনা বন্ধু আমার-
   করে কেমন কেমন,
মনের আয়নায় তাকিয়ে দেখ
    মনটি আমার কেমন।


বুঝতেই যদি আমার মন -
      কেন অমন কর তুমি?
আমি যাহা বলতে চাই
    তবে তাহা বুঝে নিবে তুমি।


স্বার্থ নিয়ে ব্যস্ত থাকো-
     কেন দেখাও প্রলোভোন?
সবার কাছে এই ধোকামি
    কোনদিন হবে না গ্রহন।


নিজের কথা ভেবে দেখো-
    তুমি কেমন মানুষ,
হুশ থাকিতে  প্রিয়জনকে
    ভেবোনা অপার মানুষ।


তোমার দ্বারা বন্ধুর ক্ষতি-
     বন্ধু করতে পারে না,
সু-সময়ের বন্ধু সেজে তুমি
      স্বার্থ আদায় কর না।