মন মাতানো দেশ (১৭৮৭)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-০৫-২০২২
🍉🍓🍅🍊🍋🍌🍍🍏🍒🍇🍆🌶
ঘন সবুজ গাছের সারি গাঁ'টি আমার ঘেরা
রূপে ভরা জন্মভূমি সকল দেশের সেরা।
এই দেশেরই বনের শাখে পাখি করে গান
পাখির সুরে ঘুম ভাঙে দেখি দিনের শান।


বিলে-ঝিলে শাপলা রঙ ছড়ায় কতো শোভা
সবুজ ধান তরঙ্গে  নাচে দেখতে মনোলোভা।
এই বন বাদরে গাছে গাছে ঝুলে থাকে ফলে
পাল তুলে যায় নদীর বুকে নৌকা ভেসে চলে।


আঁকা বাঁকা মেঠো পথে ছড়ায় ফুলের  মেলা
শরতকালে নীল আকাশে সাদা মেঘের ভেলা।
বর্ষাকালে খালে -বিলে ঝিলে থাকে বানের পানি
এই  দেশের আকাশ জুড়ে আলোর মেলে জানি।


রূপসী  বাংলায় ছয়টি ঋতু ঘুরে  ফিরে আসে
দিঘির জলে শতদলে শাপলা শালুক ভাসে।
খাল নদীতে মাঝি মাল্লা জারিসারি গেয়ে চলে
আকাশ ভরা তারার মেলা মিটিমিটি জ্বলে।


মিলেমিশে মনের সুখে থাকছি মায়ের কোলে
ফুল কাননে আপন মনে কত প্রজাপতি দোলে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের সেরা সে যে আমার মায়ের ভুমি।