মন মৃত্যুর পাশবিকতা  
         এম,এ,সালাম
          ১৬-০১-১৮
শুধু ভাবছি আর প্রলাপ করছি-
      রুগ্ন ঘোর কেটে গেছে,
দিয়ে গেছে মনে মরণ শূন্যতা
     কষ্টে কাটছে দিনের পর দিন।


একা যখন কাটাই প্রহর সময়-
      মন মরণ ব্যাধিতে জড়িয়ে ধরে,
দিশে হারা হয়ে যাই ভেবে ভেবে
      মনটা কত লোভী ও হিংস্র।


অতৃপ্ত ব্যাকুলতা নিয়ে তোর স্পর্শ-
     তোর নিঃশ্বাসে মিশে যেতে চাই,
অনাহুত মনটা তোর ছায়াটাকে
     আবেগ ভরে ছুঁতে ইচ্ছে করে।


ইচ্ছে অপ্রতুল তোকে খুজে খুজে-
      পাগল পাড়া হয়ে যাই,
বাতাসে তোর গন্ধ নাসারন্দ্রে
   এসে ঘুরতাছে প্রেমের অধিকারে।


গাঁয়ের প্রতিটা আকাঁবাকা পথখুজি
     মিলে না কোথাও তোর দেখা,
পাই না নীল আকাশের নিচেও, নাকি
     তোকেও মৃত্যু নামক যন্ত্রনা গ্রাস করছে।


যখনই তোর দেখা পেলাম এক্ষনে-
     মুখ ফিরিয়ে চলে গেলে,
মরণ ব্যধিতে মন নিষ্পেষিত
     পিছনে ফিরে তাকালে না তুমি।


একটিবার ভাবলে না আমায় নিয়ে-
     কি ভাবে বাঁচিব তোমায় ছাড়া,
জানো বেচে থাকা হয়ে উঠেনি
ডুবু ডুবু মৃত্যু নামিক পাশবিকতায়।