মন চিনে ঘর বাধোঁ(১৮৮৩)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-০৮-২০২২
====================
গরীবের সংসার করা গেলেও
যায় না চরিত্রহীনের সংসার,
দৈহিক আঘাত সয়ে নিলেও,
সহ্য হয় না মনের  অত্যাচার।


সত্য গোপন করে বেঁধনা ঘর
পরিবারের সুখ যাবে চলে,
দাউ দাউ করে  মন জ্বলিবে
পারবেনা সব  বলতে   খুলে।


ক্ষনিকের পিরিতে দিতে নাই
কখনো সোপেঁ নিজের মন,
তুমি মন চিনতে করিলে ভুল
হৃদয়ে জ্বলবে বিষের আগুন।


জীবনে সুখের স্বর্গ বড় সুখ
যাতে লাগে না কোন অর্থ,
ওহে সুজন চিনে ঘর বাঁধিলে
কোনদিন হবে না তুমি ব্যর্থ।


হাড়িফল যে দেখতে চমৎকার
যাহা দেহে হয় না ব্যবহার,
বাহির দেখিবে টকটকে লাল
তুমি ভিতরটা দেখ বারংবার।


নারীর জীবন যত শ্বেত দেখো
মনের আয়নায় ছবি আঁকা,
কালিমা লেপন লাগিলে তাতে
দূর থেকে স্পষ্ট যায় দেখা।


সুজন না জেনে ঘর বেধ না
একা আছো বেশ ভালো,
বানরের গলায় মুক্তার মালা
পরালে জীবন এলোমেলো।