ওগো হয়তঃ তুমি আমার কথা-
     উড়িয়ে দিবে হেসে,
ফুলে মৌমাছিদের গুনগুনানি
      আসছে  পিঞ্জুষে ভেসে।


ফুল কাননে মধুর খোঁজে-
  ওরা করছে ঘোরাঘুরি,
ফুল জানে না কখন ওরা
    করবে মনটা চুরি।


তুমি নাকি মৌমাছির মত-
   মনের মাঝে ঘোরো,
সুযোগ পেলে অবুঝ মনটা
    অজান্তে  চুরি করো।


ওরা আমার কথা কেউ শুনে না-
    সবাই উম্মাদ বলে,
একদিন বুঝবে মজা,কেমন লাগে
     হৃদয় মোষন হলে।


হায়! হৃদয় পেতে চায় সকলে-
     মন ক'জনে দিতে রাজি,
সত্যি যদি চাও জানিতে বাপু
    জীবন রাখতে হবে বাজি।