মনে কেন সুর বাজে? (১৯৩৮)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-১০-২০২২
==================
সেদিন অভিমান করে চলে গেলে
তুমি নিয়ে কত মান?
তুমি দোষটা দিয়ে  গেলে আমায়
দিলে ভালোবাসার দান।


সারা দিনরাত শুধু ভেবে চিন্তায়
অশ্রুতে ভয়ে যায় চোখ,
ছাতিটা আমার ভেঙ্গে খান  খান
কষ্ট  দেখার নেই লোক।


তুমি বিনে আমার রঙিন আকাশ!
কালো মেয়ে ছেঁয়ে গেল,
ভোরের আলোর রক্তিম সূর্যটা যে
মনের মেঘে কালো হলো।


তোমার জন্য পন্থপানে চেয়ে থাকি
মনের মাঝে নিয়ে আশ,
তোমার পরশমাখা স্মৃতির আঁচলে
আমাকে খুব ভালোবাস।


সুজন আমার নীড়ে ফিরে এসো
মান অভিমান কর দূর,
মন মন্দিরে বেজে উঠুক আজ
মোদের ঐকাতানের সুর।
বিদ্রঃ- ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে বিদুৎ সংযোগ বিছিন্ন,মোবাইল ফোর জি নেট দূর্বল, আধাঘন্টা চেষ্টা করে কবিতা পোস্ট করেছি,সবাই আমাদের বরগুনা বাসির জন্য দোয়া করবেন,ঘূর্ণিঝড় থেকে আল্লাহ রক্ষা করেন।    


লিখাঃ- নিজ বাস ভবন,