দেশটা আজ ভরে গেছে ময়লার স্তূপে,
পথে ঘাটে, ডাস্টবিনেও ময়লা বহু আছে।
সকাল হলে ঝাড়ুদার, ঝাড়ু দেয় পথঘাট,
সবাই চায় পথঘাট থাকুক সুন্দর ডাটফাট।
ঝাড়ুদার বলে, ময়লা কিভাবে সরাতে পাড়ি,
চারিদিক হতে ময়লা এসে ধরে সবই গিরি।
এক জ্ঞানী বলে, নিরুৎসাহে ওহে ঝাড়ুদার,
মনের ময়লা পরিস্কার করা আগে দরকার।
ঝাড়ুদার চিন্তা করেন আসলেই ঠিক কথা,
ওহে জ্ঞানী  আপনার বাক্য আসলেই যথা।
মনের ময়লা দূর করি ভাই বাহিরের আগে,
এই অনুভুতি জাগাতে হবে সবারআগেবাগে।
মনের কোণের কলুষতা দূর করিতে পাড়ি,
কখনো বাহিরের আবর্জণা ধরিবে না ঘিরি।
জ্ঞানী ভাই বাদটি জানিয়ে দেও সবারকাছে,
আমার মত কেহ না যেন পথের ময়লা বাছে।