মনে শান্তি নেই (১৭৭৬)
এম,এ,সালাম (সুর ছন্দের কবি)
১৩-০৫-২০২২
🎲🎲🎲🎲🎲🎲🎲🎲🎲🎲🎲🎲🎲
শান্তির মা'য় মারা গেছে ব্যথার পাহাড় বুকে
ইচ্ছে ছিলো পরিবার নিয়ে থাকবো মহাসুখে।
হঠাৎ করে ঈশান কোনে জমলো কালোমেঘ
ঝড় এসে উড়িয়ে নিলো স্বপ্নের ভাব-আবেগ।
কষ্টে আমার বুকটা জ্বলে বহ্নি  দাউ দাউ করে
শীতল পানি প্রয়োগ করে কে নিভাইতে পারে।
এই জ্বালা যে কেমনে সইবো ভেবে হই আকুল
এই অভাগার দুঃখের বর্ননা দিলো যে মুকুল।
শান্তি এখন মুখে  মুখে আসল কাজে ফাঁকা
সত্য কথার খোরাক নেই মিথ্যায় মুখ যে ঢাকা।
সত্য কথা বলতে গেলে গলায় পরে ফাঁসি
মিথ্যাটাকে ঢাকতে গিয়ে গলায় ফাঁসির রশি।