যৌবনের জ্বালায় মন উথালা-
     মুখে বলতে পারি না,
কোথায় গেলে মিটবে জ্বালা?
     একটু উপয় বল না।


এ জ্বালায় যে মন পাগল-
    বয়স পাগল নয়,
বয়সের সাথে যুদ্ধ করে
     সফল হবার নয়।


মন বলে আবার উদ্ব্যাহ করি-
   বয়স কেন বারণ করে?
মনের কথা বিবেকের কাছে
   বল, হাজারো প্রশ্ন করে।


ঘাটের বুড়ো হলেও কেহ-
    তার মন বুড়ো হয় না,
যৌবন কালের সব সুখটুকু
    বৃদ্ধ বয়সে পাওয়া যায় না।


মনের কোনে জমিয়ে আছে-
    আবেগ তাড়িত ভালবাসা,
মন চাইলেও পারি না কিন্তু
    পূরণ করিতে সব আশা।


মন চায় তারুন্যের মাঝে-
    সতত মিশিয়া থাকি,
সুন্দরী আর রূপসি নিয়ে
    সদা সর্বদা ভাবি।