মনের ব্যথা কেউ বুঝে না
    এম,এ,সালাম
     ৩০-০৭-২০


বড় হয়ে হাল ধরিলাম
সংসারের বড় ছেলে,
তাই বলে কি মাঝ নদীতে?
আমায় দিবে ফেলে।


শ্রম দিয়ে কাজ করে যাই
সংসারের মায়ায় পড়ে,
বিপদকালে পরিজনেরা
থাকে একটু দূরে দূরে।


মাথার ঘাম পায়ে ফেলে
রোদ বৃষ্টি ঝড়ে,
পেট পুঁজা করার জন্য
থাকিতে পারে না ঘরে।


শ্রমের কেহ মূল্য দেয় না
শুধু নিজেকে নিয়ে ব্যস্ত,
মাথার ঘাম পায়ে ফেলে
আজ হলাম অপদাস্ত।


যতই কাজ করে যাই
কেহর মনপ্রান ভরে না,
হিসেবের বেলায় কেহ কাহারে
একরত্তি ছাড়ে না।