তোমার ভ্রুতে আজি নকশার খেলা-
       কাজলের মত কাল করে,
সম্বল যদি না হয় লক্ষ্য কোন দিন
       জানিয়ে দিও না ওরে।


ঠোঁটের কোনায় লুকিয়ে আছে-
   তোমার মন খারাপের সুর,
মনের বুতাম খোলা রেখে তুমি
     দেখিও না আজই বহুদুর।


শীতের সকালে বিষন্নতায় ভরা-
    ছুঁয়ে যাওয়া পূরাণো স্মৃতি,
হারিয়ে যাওয়া ডাক নাম গুলো
    হয়ে গেল সব অপরিচিতি।


মায়ার চাঁদরে জড়ানো ঘাম-
   জামার বোতামে আঁটানো,
স্মৃতির ভিতর খুজে পাওয়া যায়
   বাঁধানো  অভিমান সাঁটানো।


তোমার হাতের কাছের হলুদ খাম-
      খামটা যে রেখেছো খোলা,
অভিমানী হাওয়া করেছে ধাওয়া
     দেখ মনের  বুতাম খোলা।


মনের কোনের ব্যাথারা সব -
    গুমরে গুমরে  কাঁদে,
মিছি মিছি সব ব্যাথারা আজ-
   মনের কোণে কেন যেন বাজে।