মনের কষ্টে বলছি
         এম, এ, সালাম
                ২২-০৬-১৯      
                      
ক্ষমতা পেয়ে আসন গেড়ে -
       ক্ষমতার মহা মসনাদে,
এই ক্ষমতার উৎস কোথায়?
     বন্ধু দেখছো নাকি ভেবে।


ক্ষমতা পেয়েই কেড়ে খাচ্ছ-
        ক্ষুধাতুর ব্যঘ্রের মত,
থাবায় থাবায় শিকার করছো
        বপুটায় ভরছো কত?


ক্ষমতা পেয়ে লেজ নাড়-
        নিজের খেয়াল খুশী মত,
ক,দিন পড়েই খসে পড়বে
        ওই লোভ লালসা যত।


খাঁটি সরিষার তৈল না দিলে-
     মেশিনের চাঁকা ঘোরে না,
অতীতের কথা ভুলে যায় কেন?
      লোভী মনটাও ফেরে না।


দেখছি পানি জোঁকে রক্ত চুষে-
     মাঠের কৃষকের বলদের,
বন্ধু তুমি নাকি রক্ত চুষে খাও
     সামনে যারে পাও সকলের।
      
ওই চেয়ারে  বসলেই নাকি-
          সতত রক্ত থাকে গরম,
শক্তিটুকু পাওয়ার প্রাক্কালে
        দেখছি দিলটা ছিল নরম।


ওই আসন তো ভেসে আসে নি-
      ভরা কাটালের জোয়ারে,
পানি হতে তুলে এনে বন্ধু,
      কারা ওই  আসনে বসালে।


রাজনীতি বিদরা ক্ষমতা পেয়ে-
          মাঠের কলকাঠি নাড়ায়,
চেয়ারের দাপটে দামামা বাজায়,
        হুমকি দামকি দিয়া বেড়ায়।


চেয়ার তোমার থাকবে ক'দিন-
     একটু ভেবে দেখার আছে,
মূলধন ঠিক রেখে ব্যবসা কর,
        নচেৎ সবই তোমার মিছে।