মনের মানুষ খুঁজি
    এম এ সালাম
        বিষখালীর পাড়
            বরগুনা
          ১৫-০৯-১৯
____________________


বৃষ্টি ভেজা এই সকালে সবুজ  মাঠের তেপান্তর-
টাপুর টুপুর বৃষ্টি পড়ে ভিজিয়ে দিল অন্তর।
শরতের ধারা বাঁধন হারা কৃষ্ণকালো মেঘ-
কৃষকের মনে হায় হুতাশ দারুন ভাবাবেগ।
গাঁয়ের পাশে একটু দূরে কাটে ইরিধান-
কৃষক বেটা গাদায় বসে দেয় বিড়ি টান।
গাদার পাশে একটু দূরে সাজি পাড়ার খাল-
আবুল খা ওই বড় খালে পাতে ভেন্দিজাল।
খাল পেরুলে একটু দূরে বিষখালীর  কূল-
বকের সারি যাচ্ছে উড়ি যেমন কাশ ফুল।
ওই নদীর বুকে পাল তুলেছে নানান রঙের নাও-
ইউসুফ মাঝি মাথায় হাজি কোথায় তুমি যাও?
হারিয়ে গেছে মনের মানুষ শূন্য এখন বুক-
নদীর পাড়ে একলা খুঁজি সেই মানুষের মুখ।
বয়স বেড়েছে নদীর মতো উত্তাল মনের ঢেউ-
মানুষ খুঁজি একটি মনো দেয়নি সাড়া কেউ।
ইউসুফ মাঝি যাও বলে যাও কোথায় তারে পাই-
সূর্য গেলো পশ্চিম পাড়ে সময় বেশি নাই।
এক ধ্যায়ানে ভাবতে আছি এই নদীর তীরে
সূর্যিমামা ডুবে যাচ্ছে আর আসবে কি ফিরে?