মনের প্রতিবিম্ব
             এম,এ, সালাম  
              ২৮-০২-১৮


হৃদ মাঝারে আজ কত কথা-
      উথাল পাতাল করে,
কাহারো কাছে বলিতে পারি না
       শুধু প্রকাশ হবার ভয়ে।


মন ঢেউয়ের মত ঢেউ খেলে যায়-
      তটে কেন ভীরে না?
কত অনুনয় করিলাম হৃদের কাছে?
      মন কেন যে শুনে না।


তুমি ছাড়া আমার মনের কথা-
     কাউকে বলিতে পারি না,
আয়নার ছবি ধরতে গিয়ে কেন যেন
     প্রেম নিবেদনে ধরতে পারি না।


এ দেহ আজ ঘুমিয়ে পড়িলেও-
    মন কেন জেগে থাকে?
মনের দুয়ারে কখন আসিয়া ফের
    আমায় তুমি নখ করিবে।


তোমাকে নিয়েই ভাবি সর্বদা-
     বল কোথায় গেলে পাই?
অবুঝ মন কোন বাঁধ মানে না
     তোকে কাছে পাবার আশায়।