মনের শক্তি যত ভক্তি(১৮৭৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-০৮-২০২২
_____________________
মনের শক্তিতে মুক্তি মিলে
ভালো লাগে যে মন
সুখ-দুঃখে মিলে আনন্দটা
সুন্দর এই জীবন।


শরীর  মন  অসুস্থ থাকলে
ভাবুন জীবন কেমন?
অসুস্থ দেহ কর্ম অনিহাপুর্ন
থাকে বিষাদপুর্ন মন।


দেহে আমার ভালো লাগে না
সতত চাই হতে সুস্থতা,
গৃহ কর্মের কোন তাগিদ নেই
দেখাতে চাই ব্যস্ততা।


জীবন থেকে আলাদা ছিল
কর্মযজ্ঞের তিন ঘর,
শান্তনার পুরুষ্কার নিয়েছি যে
আমি অনেকদিন পর।


দেহ বিশ্রাম সাময়িক ভাল
যুগ -যুগ ধরে নয়,
এমন বিশ্রাম কামনা করি না
চির জীবনের ভয়।


অসুস্থ মন বিষাদের ঝড়
বাঁধি কল্পনার প্রাচীর,
পরিবারের সেবা বেহেস্থ সম
ঘরটাই শান্তির নীড়।


যাহার পাশে আছে এমন
একটি সুন্দর পরিবার,
সুখশান্তি সেথায় বসত করে
মনের মত গর্ব করিবার।