মনটা করে চিন চিন


তোমায় যখন মনে পড়ে-
   মনটা করে চিন চিন,
তোমার ছোঁয়া পাবার আশে
   শরীর করে ঝিনঝিন।


বেলার শেষে কাজ ছেড়ে-
    বিছানায় যখন যাই,
স্বপ্নে দেখে কেঁদে উঠিগো
    কোথায় গেলে পাই?


সতত তুমি মনের মাঝে-
    করছো ছুটাছুটি,
তোমার একটু পাবার আশে
    করছি ঘাটাঘাটি।


তোমায় যদি না দেখি গো-
    মনটা করে চিন চিন,
কেমন করে দেখবো তোমায়
   সে উপায় বলে দিন।


তোমায় দেখবো-দেখবো বলে-
    কত চেষ্টা তদবীর চালাই,
অবুঝ মনটা ক'দিন হতেই
    নানা রঙে করতেছি ঝালাই।


কোথায় গেলে পাব তোমায়?
    সেই উপয় তুমি বলে দাও,
তোমায় বিহনে মনের মাঝে
     জ্বলছে আগুন দাউ দাউ।