মতিচ্ছন্ন
    এম এ সালাম
        ১৯-১১-১৯


অস্বাভাবিক বলে মহাশয়-
     কর্মটি করলি কিরে,
চেয়েছিলাম, বুদ্ধিদিলাম
     হোক না কাজটি ধীরে ধীরে।


নিজেকে শ্রীমান জ্ঞানী ভেবে-
     কাজটি করলি তড়িঘড়ি,
নিজের হস্তে ফারখতি লিখে
     গলে নিজ হস্তে দিলি ধরি।


মনোব্যধি তাই ঘোষনা দাও-
        মুসলিম বিশ্বের নেতা,
তাই,শিক্ষাপাড়ায় ঝড় উঠছে
       মতিচ্ছন্ন নয় তো কিতা।


নিজের হস্তে নিজের মাথে-
    যে কুঠার চালাতে পারে,
মতিভ্রংশ বলিব না কেন?
    তবে কি জ্ঞানী বলিব তারে।


লক্ষ টাকার মটর বাইকটি-
     যে অর্ধেকে বিকিয়ে দেয়,
সবাই তাকে খাপামি বলে
     আমি বলতে দ্বিধা কোথায়?