নাতিটা আমায় প্রশ্ন করে-
     শোনেন দাদু ভাই,
মিঃ বিন আর ডাস্টবিনের
    তফাৎ টা কোথায়?


মিঃ বিন আর ডাস্টবিন নাকি-
   এক পাড়ায় বাস করে,
উভয়ের মধ্যে অনেক তফাৎ
   কেউ কাউকে দেখিতে নাহি পারে।


নাতির প্রশ্ন ভাবিয়ে তুলল-
    এখন কেমন করি,
কেমন করে এই প্রশ্নের
     উত্তর সংগ্রহ করি।


এক সপ্তাহ সময় দিল নাতি-
    উত্তর সংগ্রহ করার জন্য,
আশা ব্যঞ্জক  উত্তর দিলেই
     হবে নাকি নাতি ধন্য।


আমি ভাবনায় মজে গেলাম-
      এখন কি যে করি,
গঠনমূলক উত্তরের জন্য
      কাহাকে গিয়ে ধরি।


তাই তো আমি কবিতাকারে-
      লিখে প্রকাশ করি,
উত্তত জানলে বন্ধুরা আমার
    এখানেই প্রকাশ করি।