মৃত্যু সন্নিকটে (১৯১৮)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-১০-২০২২
=================
আজব দেশে গুজব বেশি
কথা মিথ্যে নয়রে,
বেহিসাবে চলতে থাকলে
জীবন হবে ক্ষয়রে।


ধান্ধা করে চাটুকারের দল
করে নানান ছলনা,
হাট বাজারে শান্তি নাইরে
শান্তি পাইলে বলনা।


এ দেশের মধ্যে বসত করে
ভালো চিনলাম না,
আমি কাউকে চিনতে গেলে
করে দুর্নাম রটনা।


শুধু ভুলের মাঝে জীবন চলে
ভুল শোধরাতে পারেনা,
জীবন মায়ার ঘরে বন্দী পাখি
চলে গেলে আসে না।


মানুষ কিসের কর এত বড়াই
কিসের  তাল বাহানা,
মরণ তোমার অতি সন্নিকটে
সে কথাটি ভাবলে না।